• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

"ভক্তগণের নয়নমণি,আলোকিত সাদামনের মানুষ, পীর এ কামেল হযরত মুহাম্মদ আয়নাল হক"


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১২ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:০৭ পিএম;
"ভক্তগণের নয়নমণি,আলোকিত সাদামনের মানুষ, পীর এ কামেল হযরত মুহাম্মদ আয়নাল হক"
"ভক্তগণের নয়নমণি,আলোকিত সাদামনের মানুষ, পীর এ কামেল হযরত মুহাম্মদ আয়নাল হক"

সম্মানিত পাঠক মহল; আপনারা অনেকেই হয়তো বীর মুক্তিযোদ্ধা,  পীর এ কামেল হযরত মাওলানা, মুহাম্মদ ছামান উল্লাহ মস্তানজী (রহঃ) ওরফে খমক পাগলের  এর নাম শুনেছেন কিংবা যাদের সৌভাগ্য হয়েছে তারা তাঁকে দেখেছেন। আমারও সৌভাগ্য হয়েছিল তাঁকে দেখার। ৮০ 'র দশক থেকে ৯০'র দশক পর্যন্ত পাগল চাঁনকে আমি দেখেছি এবং তাঁর সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আমি যখন  কচুয়া হাইস্কুলে পড়াশোনা করতাম তখন পাগল চাঁন্দের সাথে আমার প্রায়ই সাক্ষাৎ হতো।.

 .

যাক সে কথা এসব দীর্ঘ আলোচনা আজ করবোনা। পরবর্তীতে পর্ব আকারে ছামান উল্লাহ মস্তানজী( রহঃ) কে নিয়ে লিখে আপনাদেরকে জানাবো। আজ আপনাদেরকে জানাবো ছামান উল্লাহ মস্তানজী ( রহঃ) এর মাজার শরীফ ও দরবারের পরিচালক গদিনিশীন পীর এ কামেল হযরত মাওলানা মুহাম্মদ আয়নাল হক সাহেবের কথা।.

মুহাম্মদ আয়নাল হক সাহেব হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ছামান উল্লাহ মস্তানজী( রহঃ) এর ঔরসজাত পুত্র। সকলের প্রিয় নাম জনাব মুহাম্মদ আয়নাল হক। একজন দক্ষ, সৎ, শিক্ষিত ও আদর্শ মানুষ। পড়াশোনায় গ্রাজুয়েশন কমপ্লিট। .

জনাব মুহাম্মদ আয়নাল হক সাহেবের বাবা বীর মুক্তিযোদ্ধা ছামান উল্লাহ মস্তানজী( রহঃ) ছিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম সাহেবের এর গুরু। ১৯৭১ সালে মহান স্বাধীনতার যুদ্ধে রনাঙ্গনে কাদের সিদ্দিকী বীরউত্তম সাহেবের আধ্যাত্ত্বিক শক্তি -সাহসের যোগানদাতা ও আশা ভরসার মূর্ত প্রতীক ছিলেন পীর এ কামেল ছামান উল্লাহ মস্তানজী (রহঃ) । .

বীর মুক্তিযোদ্ধা ছামান উল্লাহ মস্তানজী( রহঃ)  মৃত্যুর পরে তাঁকে তাঁর ওছিয়ত অনুযায়ী বর্তমান তক্তার চালা বাজারস্থ,(চাঁন শহর, সখিপুর, টাংগাইল)  হাইস্কুলের সাথেই সমাহিত করা হয়েছে। যেখানে আজ বিশাল এলাকা জুড়ে আধুনিক শিল্প স্থাপনা। প্রতিদিন হাজারো ভক্ত আশেকানের মিলন মেলা।.

বর্তমান গদিনিশীন পীর জনাব মুহাম্মদ আয়নাল হক সাহেবের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিচালনায় মাজার উন্নয়নের কাজ অত্যান্ত সুন্দর ও সাবলীলভাবে এগিয়ে যাচ্ছে। .

ভক্ত ও আশেকানগণের নয়নের মণি, সকলের আস্থাভাজন ব্যক্তি জনাব মুহাম্মদ আয়নাল হক সাহেব। সকলের সাথে কথা বলেন প্রান খুলে। .

পাশাপাশি মাজারে অবস্থানরত খাদেম আলম নেতা, ছামান চাঁন্দের ভাগিনা আঃ ছালাম, বাহাদুর,রহিম, শিকদার ও তারুণ্যের প্রতীক রনি'র অবদানও অনস্বীকার্য। .

পরিশেষে পীর এ কামেল হযরত মাওলানা মুহাম্মদ ছামান উল্লাহ মস্তানজী (রহঃ)  এর প্রতি ভক্তি ও শ্রদ্ধা রাখছি। পাশাপাশি বর্তমান গদিনিশীন পীর এ কামেল হযরত মাওলানা মুহাম্মদ আয়নাল হক সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি, আমিন।.

 .

লেখক ; সাংবাদিক মুহাম্মদ সাদিকুর রহমান বিপ্লব বি এস এস, বিশেষ প্রতিনিধি ; ডে নাইট নিউজ এ্যান্ড টিভি। . .

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ